বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অনশন; বাড়ি থেকে উধাও প্রেমিক।

বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকার অনশন;  বাড়ি থেকে উধাও  প্রেমিক।

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার দাবারিয়া মহল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক অন্তঃসত্ত্বা নারী (২৫)। এ সময় প্রেমিকা আসার খবরে বাড়ি থেকে উধাও হয়েছেন প্রেমিক।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ জানানো হয়নি বলে জানিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ওই মহল্লায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রেমিক শাহজাদপুর পৌরসভার দাবারিয়া গ্রামের মওলা মোল্লার ছেলে জহুরুল ইসলাম (২৭)।

জানা গেছে, পৌর সদরের স্থানীয় একটি কারখানায় কাজ করতেন জহুরুল ইসলাম ও ভুক্তভোগী নারী। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রেমের টানে প্রায় আট মাস আগে স্বামীকে তালাক দেন ওই নারী। এর মাঝে প্রেমিক জহুরুলের সঙ্গে ভুক্তভোগী নারীর একাধিকবার শারীরিক সম্পর্ক হলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।

এদিকে শুক্রবার বিকেলে বিয়ের দাবিতে প্রেমিক জহুরুলের বাড়িতে এলে উধাও হয়ে যান তিনি। পরে বিষয়টি জানাজানি হলে প্রেমিকের আত্মীয়-স্বজনরা তাকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা দিয়ে চলে যান। এ সময় রাস্তায় গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ভুক্তভোগী নারী।

ভুক্তভোগী নারীর দাবি, এক সঙ্গে কাজ করার সুবাদে তাদের পরিচয় হয়। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দুজনের মধ্যে দৈহিক সম্পর্কও হয়েছে। প্রেমিক জহুরুলের কথা মতোই প্রায় আট মাস আগে স্বামীকে তালাক দিয়েছেন তিনি। আগের ঘরে তার এক সন্তানও (৫) আছে। বিয়ে করার ভয়ে প্রেমিক জহুরুল বাড়ি থেকে পালিয়েছেন। বিয়ে না করলে, আমার মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নেই।

অভিযুক্ত প্রেমিক জহুরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

শাহজাদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাব আলী জানান, শুক্রবার রাতে খবরটি শুনেছি। এখনও ছেলে ও মেয়ে-পক্ষের কেউ বিষয়টি জানায়নি।