ঘনকুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে পরিবহন চলাচলে বিঘ্ন, ৯ কিলোমিটার যানজট

টাঙ্গাইলে ঘনকুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন চলাচলে বিঘ্ন হওয়ার কারণে চাপ পড়েছে মহাসড়কে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত ৯ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
ঘনকুয়াশার কারণে দৃষ্টিসীমার ৪০ মিটার নিচে হওয়ায় বঙ্গবন্ধু সেতুতে রাত ১টা থেকে সেতুপূর্ব ও পশ্চিম টোলপ্লাজার ৭টি বুথের মধ্যে পাঁচটি বন্ধ করে দেয়া হয়। পরে সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা কিছুটা কমে যাওয়া এবং মহাসড়কে যানজটের সৃষ্টির কারণে সেতুতে ৭টি বুথই চালু করে দেয় কর্তৃপক্ষ।
পরিবহনের চালকরা জানান, ঘনকুয়াশার কারণে সামনের কিছু দেখা যায় না। এছাড়া সেতুতে কয়েকটি টোল বুথ বন্ধ থাকায় পরিবহনের চাপ বেড়েছে মহাসড়কে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সেতুতে পাঁচটি টোল বুথ বন্ধ রাখা হয়। রাত থেকেই বুথগুলো বন্ধ ছিল। এতে পরিবহনের চাপ বেড়ে যায় মহাসড়কে। ফলে কোথাও কোথাও পরিবহনের দীর্ঘসারি সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হবে।