গৌরনদীতে ৮৪টি পূজামন্ডপে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ

সৈয়দ নকিবুল হক :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদীতে ৮৪টি পূজা মন্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে উপজেলা শহীদ সুকান্ড বাবু মিলনায়তনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল জেলা আ’লীগের সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির সভাপতি , সাবেক চিফ হুইপ আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ্-এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ্ খানের সভাপতিত্বে উপহার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সদস্য সেরনিয়াত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মো. হারিসুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম।
শেষে ৮৪টি মন্ডপের প্রত্যেকটিতে ৩১ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করেন প্রধান অতিথি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি।