গৌরনদীতে জাতীয় পার্টির অফিস উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

বরিশালের গৌরনদী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল শনিবার দুপুরে নলচিড়া ইউনিয়ন জাতীয় পার্টির অফিস উদ্বোধন ও র্যালী এবং সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অফিস উদ্বোধন ও কম্বল বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী।
নলচিড়া ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক বিম্বনাথ মালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য একে.এম মোস্তফা, গৌরনদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এইচ.এম মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব গোলাম আজিজ খলিফা, আলাউদ্দীন খন্দকার, আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হানিফ মৃধা, যুগ্ম আহবায়ক, সুন্দর আলী পাইক, গৌরনদী উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক খোকন হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম প্রমূখ।