গৌরনদী প্রেসক্লাবের ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর একটি রেস্তোরায় প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারী গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, মডেল থানার ওসি আফজাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়াসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।