গৌরনদীতে কথিত ৫ চাঁদাবাজ সাংবাদিক আটক
বরিশালের গৌরনদী উপজেলার বাঁকাই বাজার ঘোষের হাট থেকে পাচ জন কথিত সাংবাদিক, চাঁদাবাজকে আটক করেছেন গৌরনদী মডেল থানা পুলিশ।
পাচ চাঁদাবাজ ওই বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভুঁয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থ হাতিয়ে নেয়ার পায়াতারা করে,
বিষয়টি ভুঁয়া বুঝতে পেরে ব্যবসায়ী ও এলাকাবাসি থানায় খবর দেয়। গৌরনদী থানা পুলিশ কথিত সাংবাদিক আলমামুন, আব্বাস, লিখন, নাসির উদ্দিন ও এমদাদুল হক নামের ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
তাদের সবার বাড়ি মাদারীপুর জেলায়।
গৌরনদী থানার (এসআই) সেকেন্ড অফিসার, মো. শহীদুল ইসলাম জানান,
বাকাই বাজার ঘোষের হাট থেকে পাচ জন সাংবাদিক নামধারী চাঁদাবাজকে বৃহস্পতিবার রাতে আটক করে।
থানায় নিয়ে আসা হয়েছে এবং বিষয়টি মামলার প্রকৃয়াধীন রয়েছে।