গৌরনদীতে ইউনিয়ন বাটাজোর আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার বাটাজোর অশ্বি নী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বাটাজোর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদারের সভাপতিেেত্ব অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ্, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহ-সভাপতি আবু সাাঈদ নান্টু, পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম। বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের নেতা ইউপি সদস্য আব্দুল মন্নান হাওলাদার, শুকুমার শিকারী, হোচেন বেপারী, দেলোয়ার হোসেন দুলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভ্ইূয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ ।