গৌরনদীতে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে বিভাগীয় কমিশনারের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গৌরনদীতে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে ২য় ত্রৈমাসিক সভা ও বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে শহীদ সুকান্ত বাবু মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্যরা।