কক্সবাজারে পাহাড় ধসে চারজনের মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে চারজনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া ও উখিয়া উপজেলায় ভারি বৃষ্টিতে পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়েছে; এর মধ্যে তিনজন শিশু ও একজন নারী। 

সোমবার বিকালে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় এবং উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের সি-ব্লকে পাহাড় ধসের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও জনপ্রতিনিধি জানিয়েছেন। 

তাৎক্ষণিকভাবে চকরিয়ায় নিহত দুই শিশুর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

তবে উখিয়ায় নিহতরা হল- বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) এবং তার মেয়ে মাহিমা আক্তার (১)। 

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, এক সপ্তাহ ধরে চকরিয়াসহ কক্সবাজারে থেমে থেমে মাঝারি ও ভারি বৃষ্টি হচ্ছে। রোববার রাত থেকে অব্যাহত ভারি বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। এতে বরইতলী ইউনিয়নসহ চকরিয়া উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে দুর্গম পাহাড়ি এলাকা বড়ঘোনায় পাহাড় ধসে পড়ে উল্লেখ করে চেয়ারম্যান আরও বলেন, “এতে পাহাড় সংলগ্ন একটি মাটির বাড়ির দেয়াল ভেঙে চাপা পড়ে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির দুই শিশু সন্তান। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।” 

অপরদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কক্সবাজার জেলা স্টেশনের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, বিকাল ৫টার দিকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে বসবাসকারী আনোয়ার ইসলামের (৩৫) বসত ঘরে পাহাড় ধসে পড়ে। এতে আনোয়ার, তার স্ত্রী ও মেয়ে মাটিচাপা পড়ে। 

“মাটিচাপা অবস্থায় মা-মেয়েকে মৃত অবস্থায় এবং আনোয়ারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আনোয়ারকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মরদেহ দুটি ঘটনাস্থলেই রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক।