এবার ব্রাজিলিয়ান দলকে হারিয়ে সৌদি ক্লাবের ইতিহাস

এবার ব্রাজিলিয়ান দলকে হারিয়ে সৌদি ক্লাবের ইতিহাস

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে টুর্নামেন্ট ইতিহাসের বড় চমক উপহার দিয়েছিল সৌদি আরব। আরব দেশটিতে ফুটবলের যে নয়া জাগরণ হয়েছে তার আরেকটি প্রমাণ মিললো ক্লাব বিশ্বকাপে। এবার দক্ষিণ আমেরিকান জায়ান্ট ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে ইতিহাস গড়েছে সৌদি আরবের আল হিলাল। সেমিফাইনালে তারা ফ্ল্যামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়েছে।  

আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের দুর্দান্ত জয়ে অবদান ছিল সালেম আল দাওয়াসারির। সেই ফুটবলার কালকেও অবদান রাখলেন জোড়া গোল করে। তাছাড়া আরেকটি গোলে ছিল অ্যাসিস্ট। ম্যাচের ৪ মিনিটেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন তিনি। ২০ মিনিটে পেদ্রো একটি গোল শোধ দিলেও তাদের সব আশা শেষ হয়ে যায় গেরসনের কারণে আরেকটি পেনাল্টি হজম করলে। ফাউলের কারণে তাকে প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে! দ্বিতীয় পেনাল্টি থেকে স্পট কিকে স্কোর লাইন ২-১ করেছেন আল দাওয়াসারি।

৭০ মিনিটে ১০ জনের ফ্ল্যামেঙ্গোকে ম্যাচ থেকেই ছিটকে দিয়েছেন ভিয়েত্তো। পেদ্রো যোগ হওয়া সময়ে একটি গোল করলেও তা ব্যবধান কমায় মাত্র।

সৌদি আরব থেকে এবারই প্রথম কোনও দল ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠার গৌরব অর্জন করলো। অবশ্য আল হিলাল ইতিহাস গড়লেও অপ্রত্যাশিত এই পরাজয়ে বাজে রেফারিংকে দুষেছেন ফ্ল্যামেঙ্গো কোচ পেরেইরা। ম্যাচের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি, ‘আমরা আল হিলালের বিপক্ষে প্রস্তুত থাকলেও এই ধরনের রেফারিংয়ের বিপক্ষে প্রস্তুত ছিলাম না। যা প্রতিযোগিতার সঙ্গে বেমানান।’

ফাউলের জন্য প্রথমার্ধেই চারটি হলুদ কার্ড দেখেছে ফ্ল্যামেঙ্গো। দ্বিতীয়ার্ধে যোগ হয়েছে আরও ৩টি। বিপরীতে আল হিলাল পুরো ম্যাচে মাত্র ৩টি হলুদ কার্ড দেখেছে।