কে জিতবেন এবারের ব্যালন ডি’অর?
এবারের ব্যালন ডি’অর জয়ের সব থেকে বড় দাবিদার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর, এ দৌড়ে তাকে প্রতিদ্বন্দ্বিতা হবে ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সঙ্গে- এমনটাই মনে করেন পোলিশ তারকা রবার্ট লেভানদভস্কি। গেল বছর ব্যালন ডি’অর পুরস্কারের শীর্ষ তালিকায় ছিলো না মেসির নাম। তবে এক বছরের ব্যবধানে দৃশ্যপট নিজের করে নিয়েছেন এলএমটেন।
পুরো মৌসুম জুড়ে সেরা পারফর্মেন্সের ভিত্তিতে দেয়া হয় ফুটবলের সবথেকে মর্যাদাপূর্ণ পুরষ্কার ব্যালন ডি অর। ২০১৪ সাল থেকে এই অ্যাওয়ার্ডে নিজেদের আধিপত্য ধরে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। মাঝে ২০১৮ সালে লুকা মদ্রিচ ও ২০২২ সালে এই পুরষ্কার জিতেছেন ফরাসি তারকা কারিম বেঞ্জেমা। ২০২০ সালে করোনার কারণে এ পুরষ্কার দেয়া না হলেও, এর শক্ত দাবিদার ছিলেন পোলিশ তারকা লেভানদোভস্কি।
২০২২ সালেই প্রথম বারের মত ব্যালন ডি’অর জয়ের তালিকার শীর্ষে নাম ছিল না মেসি-রোনালদোর। তখন অনেকেই মনে করেছেন মেসি-রোনালদো যুগ শেষ হতে চলেছে। কিন্তু, এক বছর পর আবারও ব্যালন ডি’অরের সবচেয়ে বড় দাবিদার সদ্য বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। আর মেসির সব থেকে বড় প্রতিদ্বন্দ্বি হবেন ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।
ব্যালন ডি’অর নিয়ে পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদভস্কি বলেন, খুব সম্ভবত মেসির সঙ্গে একই ক্লাবে খেলা এমবাপ্পেও এবারের ব্যালন ডি’অরের অন্যতম যোগ্য প্রার্থী। কিন্তু বিশ্বকাপ জয়ই সবকিছু নির্ধারণ করে দেবে। মেসি এখন এগিয়ে আছে বিশ্বকাপ জেতার কারণেই। এ অর্জন মেসির কাছে সবকিছু। এখন সে সেই অর্জন উপভোগ করতে পারে।
এদিকে, দুর্দান্ত এক বিশ্বকাপ কেটেছে লিওর। ব্যক্তিগত ৭টি গোলের পাশাপাশি বড় ভূমিকা রেখেছেন দলের বিশ্বকাপ জয়েও। ফাইনালে ফ্রান্সের সাথে ৩-৩ গোল ব্যবধানের ২ টি গোলই এসেছে তার পা থেকে। অ্যাসিস্টেও আছে মেসির নাম। বিশ্বকাপ আসরের গোল্ডেন বল এখন তারই দখলে।
এদিকে, পুরো আসরে ৮ গোল করা কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন গোল্ডেন বুট। সেই সাথে ফাইনালে করেছেন হ্যাট্রিকের রেকর্ড। তাইতো মেসির সব থেকে বড় প্রতিদ্বন্দ্বি এখন এমবাপ্পে।
প্রসঙ্গত, এবারের ব্যালন ডি’অর জিতলে রেকর্ড ৮বার এ পুরষ্কার মেসির হাতে উঠবে। আর, এমবাপ্পের হবে প্রথম ব্যালন ডি’অর জয়।