আগৈলঝাড়ায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়ায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু ও গোলাম মোস্তফা সরদারসহ প্রমুখ।

দেশের ১৮ বছরের বেশি বয়সী সকলকে স্কিমের আওতায় আনা এবং তারা তাদের ৬০ বছর বয়স হওয়ার পরে আজীবন পেনশন সুবিধা ভোগ করার লক্ষে সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বিষয়ের উপর আলোচনা হয়। প্রথম পর্যায়ে প্রগতী, সুরক্ষা, সমতা এবং প্রবাসী স্কিম চালু করা হয়েছে।

সভায় সর্বজনীন পেনশন স্কিম ব্যাপক ভিত্তিতে চালু করার জন্য প্রচারণা কার্যক্রম জোরদার করা, বেসরকারি সংস্থা, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধিসহ মাঠ পর্যায়ে সকল মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।