বরিশালে হলুদ অটোরিকশার অনুমোদন দিচ্ছে সিটি কর্পোরেশন

বরিশালে হলুদ অটোরিকশার অনুমোদন দিচ্ছে সিটি কর্পোরেশন

বরিশাল নগরীতে তিন চাকার ব্যাটারিচালিত ইজিবাইক (হলুদ অটোরিকশা) চলাচলের অনুমতি দেওয়া শুরু করেছে সিটি কর্পোরেশন। ঈদের আগে ৫ হাজার ইজিবাইক চলাচলের অনুমোদন দেবে কর্তৃপক্ষ। এ জন্য চালকেরা পাবেন আলাদা পোশাক।

বরিশাল নগরীর প্রয়াত সিটি মেয়র শওকত হোসেন হিরণের মেয়াদকালে ২ হাজার ৬০০ ইজিবাইক চলাচলের অনুমোদন দেওয়া হয়েছিল। পরে মেয়র আহসান হাবিব কামাল ও সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এসব যানের লাইসেন্স নবায়ন না করায় নগরীতে সেগুলো অবৈধ হিসেবে গণ্য হতো। বর্তমানে নগরীতে ২০ হাজারের বেশি তিন চাকার এই যাত্রী পরিবহন করছে।

সিটি কর্পোরেশন সূত্র বলছে, নগরীতে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে ৫ হাজার হলুদ ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়ার উদ্যোগ নিয়েছেন মেয়র সাদিক আবদুল্লাহ। আজ রোববার (২৬ মার্চ) প্রথম ধাপে ৩০ জন চালকের কাছে ‘ব্লু বুক’সহ পোশাক হস্তান্তর করা হয়। শহরের ত্রিশ গোডাউন এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস উপস্থিত ছিলেন।’