আগৈলঝাড়ায় ডিলারের প্রায় ৩৪ লক্ষ টাকা নিয়ে উধাও বিক্রয় প্রতিনিধি শামীম হোসেন খলিফা

আগৈলঝাড়ায় ডিলারের প্রায় ৩৪ লক্ষ টাকা   নিয়ে উধাও বিক্রয় প্রতিনিধি শামীম হোসেন খলিফা

গৌরনদী প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় এক ব্যবসায়ী ডিলারের প্রায় ৩৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ভিশন আরএসি গ্রুপের এক বিক্রয় প্রতিনিধি। এঘটনায় ওই ব্যবসায়ী বিক্রয় প্রতিনিধির থানায় মামলা দায়ের করেছেন। 

জানা গেছে, সম্প্রতি উপজেলার বাগধা বাজারের মেসার্স হোসাইন ইলেকট্রনিক্স দোকানের মালিক আব্দুল কাদের মিয়ার কাছ থেকে ৩৩ লক্ষ ৬১ হাজার ৭০৬ টাকা নিয়ে উধাও হয়ে যায় আরএফএল কোম্পানির আগৈলঝাড়া জোনের ভিশন আরএসি গ্রুপের এক বিক্রয় প্রতিনিধি শামীম হোসেন খলিফা। 

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত বাগধা বাজারে আরএফএল কোম্পানির ডিলারশিপ নিয়ে সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন মো. সিরাজ মিয়ার ছেলে আব্দুল কাদের মিয়া। কোম্পানির ডিলারশিপের সুবাদে আরএফএল কোম্পানির আগৈলঝাড়া জোনের ভিশন আরএসি গ্রুপের এক বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকুরী করতেন পটুাখালীর সেলিম খলিফার ছেলে শামীম হোসেন খলিফা। 

আব্দুল কাদের মিয়া জানান, গত ৭ মে আমার মালিকানাধীন হোসাইন ইলেকট্রনিক্স থেকে ভিশন আরএসি গ্রুপের বিক্রয় প্রতিনিধি শামীম হোসেন খলিফা এসি এবং ফ্রিজ বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রির উদ্দেশ্য নিয়ে যায়। কিন্তু একসপ্তাহ অতিবাহিত হওয়ার পরেও বিক্রয়কৃত মালামালের ৩৩ লক্ষ ৬১ হাজার ৭০৬ টাকা প্রতিষ্ঠানে জমা দেয়নি তিনি। এসময় বিক্রয় প্রতিনিধি শামীমের ফোনে একাধিকবার ফোন করেন আব্দুল কাদের। তারপরে ফোন বন্ধ পেয়ে তাৎক্ষণিক কোম্পানির কর্তৃপক্ষকে ঘটনা সম্পর্কে অবিহিত করলে জোনাল ম্যানেজার মোহাম্মদ মাসুদুর রহমানকে সঙ্গে নিয়ে শামীমের গৌরনদী উপজেলার ভাড়া বাসা ও তার স্থায়ী ঠিকানায় যোগাযোগ করেও পাওয়া যায় নি।  

এঘটনায় আব্দুল কাদের মিয়া ১৯ মে বাদী হয়ে শামীম ও তার স্ত্রী ঈশিকা ইসলাম ইমুকে আসামী করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দয়ের করেছেন।

এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজারুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্ঠা চলছে।