অস্ট্রেলিয়াকে হারালেও পয়েন্ট টেবিলে টাইগারদের পেছনে ভারত

অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে আটকে দেওয়ার পর ভারতের সহজ জয়ই প্রত্যাশা করছিলেন সমর্থকেরা। কে জানত, অল্প রান তাড়া করতে গিয়ে ভারতকে দিতে হবে বড় পরীক্ষা। টপ অর্ডার ব্যাটাররা যখন ব্যর্থ, তখন নিজেদের সক্ষমতার ফের জানান দিলেন কোহলি-রাহুলরা। এই দুই ব্যাটারের ব্যাটিং দৃঢ়তায় ছয় উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল স্বাগতিকরা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয়ই পেয়েছে আসরের অন্যতম ফেবারিট ভারত। তবে এই জয়ের পরও বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকানো হয়নি রোহিত শর্মার দলের। ০ দশমিক ৮৮৩ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে তারা। আর চারে আছে লাল-সবুজেরা। আফগানিস্তানের সঙ্গে স্বস্তির জয়ের পর তিনে উঠে এলেও লঙ্কানদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার জয়ের সুবাদে টাইগারদের নামতে হয়েছে চতুর্থ স্থানে।
এদিকে ২ দশমিক ১৪৯ রানরেটে তালিকায় রাজত্ব করছে নিউজিল্যান্ড। এরপরেই আছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং বাংলাদেশ। আর পাঁচে ভারত।
আজ রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম.এ. চিদাম্বারাম স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৯ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। জবাবে ৪১.২ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।
২০০ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। দলীয় দুই রানের মাঝেই টপ অর্ডারের তিন ব্যাটার রোহিত শর্মা, ইষান কিশান ও সূর্যকুমার যাদবকে হারায় স্বাগতিকরা। দ্রুত তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ভারত। যদিও পরবর্তীতে সেই চাপ ভালোই সামাল দেন দুই ব্যাটার কে এল রাহুল ও বিরাট কোহলি। এই দুইজনের ১৬৫ রানের জুটিতে ভর করে জয়ের ভিত গড়ে ফেলে স্বাগতিকরা।
দলীয় ১৬৭ রানে হ্যাজেলউডের বলে পুল করতে গিয়ে আউট হন কোহলি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১১৬ বলে ৮৫ রান। এরপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন রাহুল। ৫২ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।
ম্যাচের শুরুতে অবশ্য উইকেট হারিয়ে বসে অসিরা। ওপেনিং জুটিকে দাঁড়াতে দেননি ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। স্লিপে বিরাট কোহলির চমৎকার ক্যাচ বানিয়ে মিচেল মার্শকে ফেরান শূন্য রানে। ছয় রানে প্রথম উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। দ্রুত উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে সাবধানী শুরু করে অসিরা।
ওপেনার ডেভিড ওয়ার্নার ও দুইয়ে নামা স্টিভেন স্মিথ দেখেশুনে মোকাবিলা করেন ভারতীয় পেসারদের। প্রথম পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি তারা। দ্বিতীয় উইকেট জুটিতে ওয়ার্নার ও স্মিথ মিলে ৬৮ রানের জুটি গড়ে সামাল দেন প্রাথমিক বিপর্যয়। ৫২ বলে ৪১ রান করে দলীয় ৭৪ রানে কুলদ্বীপ যাদবের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। এরপরই শুরু অসিদের আসা-যাওয়ার মিছিল।
ফিফটির আক্ষেপ নিয়ে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে ফেরেন স্মিথ। ৭১ বলে ৪৬ রান করেন তিনি। ২৭ রান করা মার্নাস লাবুশেনকেও ফেরান জাদেজা। বাকিদের কেউই থিতু হতে পারেননি ক্রিজে। ১৫ রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হন গ্লেন ম্যাক্সওয়েল।
শেষ দিকে মিচেল স্টার্কের ২৮ রানে ১৯৯ রান পর্যন্ত যেতে পারে অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে মাত্র ২৮ রান দিয়ে তিন উইকেট শিকার করেন জাদেজা। দুটি করে উইকেট পান কুলদীপ ও বুমরাহ। রবিচন্দ্রন অশ্বিন নেন এক উইকেট।