‘জাওয়ান’র মুখোমুখি ‘সুজন মাঝি’
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দেশের ১৯টি সিনেমা হলে মুক্তি পেলো ফেরদৌস আহমেদ ও নিপুণ আক্তার জুটির সিনেমা ‘সুজন মাঝি’।
‘সুজন মাঝি’ দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালিত ৮১তম সিনেমা। নির্মাতা নিজেই সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন। পরিচালক জানিয়েছেন, গ্রামীণ প্রেক্ষাপটে এগিয়েছে সুজন মাঝি’র কাহিনী।
গ্রামের ছবিই মানুষ বেশি দেখে মন্তব্য করে তিনি বলেন, অতীতেও এর প্রমাণ দেখা গেছে। আশা করি ছবিটি সবার ভালো লাগবে। মানুষের পছন্দের বিষয়টি মাথায় রেখে ছবিটি বানিয়েছি।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গাঙ্গুয়া, সেলিম, রাতুল, তিথি, শিউলী আক্তার প্রমুখসহ আরও অনেকে।
উল্লেখ্য, সুজন মাঝি ছাড়াও মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’ এবং দীপংকর দীপনের ‘অন্তর্জাল’
মুক্তির অপেক্ষায় ছিল। কিন্তু শাহরুখ খানের ‘জাওয়ান’ মুক্তি পাওয়ায় ছবি দুটোর মুক্তি আপাতত পিছিয়ে দেয়া হয়েছে। তবে, এরইমধ্যে ঠিকই নিজের ছবি মুক্তি দিয়েছেন শুরু থেকে বাংলাদেশে ‘জাওয়ান’র মুক্তির বিরোধিতা করে আসা পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।