গ্যাভিকে নিয়ে বার্সেলোনার অনুরোধ প্রত্যাখ্যান লা লিগার
স্পেনের মিডফিল্ডার গ্যাভি ২০২১ সাল থেকেই বার্সেলোনার মূল দলের হয়ে খেলছেন। মাঠে পারফরম্যান্স দেখিয়ে গেল বছর ফিফার বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারও জিতে নেন ১৮ বছরের এই তরুণ তুর্কি।
গ্যাভিকে কৌশলে বার্সা তাদের যুব দলের খেলোয়াড় হিসেবে নথিভুক্ত করে রেখেছিল। তবে এবার মূল দলের নিবন্ধনের জন্য অনুরোধ জানালেও লা লিগা কর্তৃপক্ষ তা প্রত্যাখান করে দিয়েছে।
মূলত ক্লাবের আর্থিক অনাটনের কারণে তখন গ্যাভিকে সিনিয়র দলের সদস্য হিসেবে নিবন্ধন করাতে পারেনি কাতালান ক্লাবটি। তবে এখন পরিস্থিতি ভিন্ন হওয়ায় গ্যাভিকে রেজিস্ট্রেশনভুক্ত করতে লা লিগার কাছে নথিপত্র দাখিল করে বার্সেলোনা। কিন্তু বার্সার সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ।
বার্সার আশা ছিল, গত নভেম্বরে ডিফেন্ডার জেরার্ড পিকের অবসর এবং ফরোয়ার্ড মেমফিস ডিপেই অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ায় তাদের ব্যয় সীমায় পর্যাপ্ত সুযোগ তৈরি হয়েছে। তবে লা লিগা গ্যাভিকে তালিকাভুক্তি করতে আরও কিছু ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
স্পেনের হয়ে গত বিশ্বকাপ খেলা ১৮ বছর বয়সী গ্যাভি আগামী সেপ্টেম্বর থেকে ২০২৬ সাল পর্যন্ত নতুন শর্তে ক্যাম্প ন্যুয়ে থাকতে সম্মত হয়েছেন। যে চুক্তিতে তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ১ বিলিয়ন ইউরো।
তাই আগামী সপ্তাহে শুরু হওয়া জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গ্যাভিকে সিনিয়র দলের স্কোয়াডে নতুন করে রেজিস্ট্রেশনভুক্ত করার আশা আপাতত পূরণ হচ্ছে না সদ্যই সুপার কাপের শিরোপা জেতা ইউরোপের শীর্ষ সারির এই দলটি।