সাত তলা ভবন থেকে পড়ে গিয়েও বেঁচে গেলেন তরুণী

সাত তলা ভবন থেকে পড়ে গিয়েও বেঁচে গেলেন তরুণী

সাত তলা ভবন থেকে পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন অস্ট্রেলিয়ার ২০ বছর বয়সী এক তরুণী। তাঁর নাম টমিনি রিড। তবে বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মেলবোর্নের আলফ্রেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ওই তরুণী মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

রিডের মা বাবা জানিয়েছেন, এক সপ্তাহ আগে রাত দেড়টার দিকে তাঁরা জানতে পারেন যে তাঁদের মেয়ে সাত তলা ভবন থেকে মাটিতে পড়ে গেছেন। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসকেরা তাঁর অস্ত্রোপচার করেন।

চিকিৎসকেরা বলেছেন, তাঁর বেঁচে যাওয়াটা অলৌকিক। সাধারণত সাত তলা ভবন থেকে পড়ে গিয়ে কেউ বেঁচে থাকে না। যাইহোক, তাঁর পুরোপুরি সুস্থ হওয়া বেশ কঠিন হবে।

রিডের বাবা তাঁর মেয়ের দুর্ঘটনার খবর ফেসবুকে পোস্ট করে লিখেছেন, দীর্ঘ এক সপ্তাহের কঠিন অস্ত্রোপচারের পর আমাদের মেয়ে এখনো অলৌকিকভাবে বেঁচে আছে এবং আমাদের সঙ্গেই রয়েছে। সে খুব শক্তিশালী এবং তাঁর মনোবল খুব দৃঢ়। আমরা বিশ্বাস করি, সে আরও দ্বিগুণ শক্তি নিয়ে আমাদের মাঝে ফিরে আসবে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টমিনি রিড কীভাবে সাত তলা ভবন থেকে পড়ে গেছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। তিনি আত্মহত্যার উদ্দেশ্যে ভবন থেকে লাফ দিয়েছিলেন কিনা, সে ব্যাপারেও নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না।