রুশ সীমান্তে ইউক্রেনের বিমান বিধ্বস্ত
ইউক্রেনের একটি হালকা বিমান রাশিয়ার ব্রিয়ানস্ক সীমান্তবর্তী অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি'র সীমান্তরক্ষী বাহিনী এই তথ্য জানিয়েছে।
বিধ্বস্ত বিমানের পাইলট প্রাণে বেঁচে গেছেন তবে তাকে গ্রেফতার করা হয়েছে। এটি সামরিক নাকি বেসামরিক বিমান ছিল তা নিশ্চিত করতে পারেনি রুশ সীমান্ত রক্ষী বাহিনী। খবর মস্কো টাইমসের। বিধ্বস্ত বিমানের পাইলট সামরিক পোশাক এবং মাথায় বেইজবল ক্যাপ। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো পরিষ্কার নয়।
বিমানটি বিধ্বস্ত হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে রাশিয়ার বুতোভস্ক গ্রামে। বিধ্বস্ত বিমান থেকে পাইলট নেমেই পালিয়ে ইউক্রেনে ফিরে যাওয়ার চেষ্টা করে, তবে তাকে সীমান্তরক্ষীরা ধরে ফেলে।এর আগে রাশিয়ার এই এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তাতে এক ব্যক্তি আহত হয়েছিলেন।