ব্রিকসের সদস্য হতে আমন্ত্রণ পেলো নতুন ৬ দেশ
                                সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ ‘গ্লোবাল সাউথ’ চ্যাম্পিয়ন হওয়ার অঙ্গীকার করা নতুন ৬টি দেশকে সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে বিকাশমান পাঁচ অর্থনীতির জোট ব্রিকস।
ব্রিকসের পূর্ণ সদস্যের নতুন তালিকায় থাকা ৬টি দেশ হলঃ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, মিশর, আর্জেন্টিনা ও ইথিওপিয়া।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ ঘোষণা কার্যকর হবে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেয়া হয়।
                        

                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
