ভোলায় অটোরিকশা-বাস সংঘর্ষে কলেজছাত্রীসহ নিহত ৪

ভোলায় অটোরিকশা-বাস সংঘর্ষে কলেজছাত্রীসহ নিহত ৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুইটি অটোরিকশাকে বাসের ধাক্কায় এক কলেজছাত্রীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের তিনজন হলেন দৌলতখান উপ‌জেলার জয়নগর ইউ‌নিয়‌নের জয়নগর গ্রা‌মের মাতাব্বর বা‌ড়ির কয়ছর মাতাব্বরের মেয়ে ও ক‌লেজছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বা‌ড়ির জাহাঙ্গী‌রের মেয়ে শিখা (১৭) এবং একই গ্রা‌মের বা‌সিন্দা মো. আবুল কালাম (৫৫) ।

পুলিশ জানিয়েছে, চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস ভোলা চরফ্যাশন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাংলাবাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। এ সময় অটোচালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নিহত শিখা ও রিমার পরিবার জানায়, শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কলেজে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এরা দুই জন অটোরিকশাযোগে কলেজে যাচ্ছিলেন। এসময় বাংলা বাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় তাদের অটোরিকশাটিকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে চলে যায়।

ভোলা ও দৌলতখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে। চালক ও দুর্ঘটনা কবলিত বাস আটক করেছে পুলিশ।