বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
                                বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী বলে পুলিশ জানিয়েছে। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- গাবতলী উপজেলার কদমতলীর অটোরিকশা চালক হযরত আলী (৫০) ও ধুনটের বেড়ের বাড়ির নুরুন্নবী বাদশা (৬০)।
বগুড়ার কৈগাড়ী ফাঁড়ির এএসআই আব্বাস আলী বলেন, গাইবান্ধা থেকে যাত্রী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়।
“পথে বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আর এক শিশু ও একজন ব্যক্তিকে আহত অবস্থায় স্থানীয়রা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নিয়ে যান।”
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গাইবান্ধা ছেড়ে আসা ঢাকাগামী স্বদেশ পরিবহনের একটি বাস বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ দহপাড়া এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই বাদশা মিয়াসহ তিন যাত্রী নিহত ও চালকসহ দুজন আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক চালক হযরত আলীকেও মৃত ঘোষণা করেন। আহত নয় বছরের মেয়ে শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিভিয়ে ফেলেন।
                        

                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
