বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক
আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। রোববার (৯ জুলাই) বজ্রসহ টানা বৃষ্টিতে প্লাবিত হলো হাডসন নদীর উপত্যকা। খবর রয়টার্সের।
নিম্নাঞ্চলে ভূমিধসের পাশাপাশি দেখা দেয় আকস্মিক বন্যা। ভেসে গেছে রকল্যান্ড, পুটনাম ও অরেঞ্জ কাউন্টি। আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, অঞ্চলটিতে একদিনে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ কারণে নদীর পানি উপচে পড়েছে। দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতির।
নিরাপত্তার স্বার্থে বহু এলাকায় সড়ক বন্ধ করেছে পুলিশ। জারি করেছে জরুরি সতর্কতা। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাবার নির্দেশ দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের ওপরও দিয়েছে নিষেধাজ্ঞা।