পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে ৫

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে বৃদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার নতুন বাজার ও ধুলিহর এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে পৌরসভার নতুন বাজার ও ধুলিহর এলাকায় হঠাৎ একটি কুকুর পথচারীদের কামড়ানো শুরু করে। এ সময় বেশ কয়েকজন আহত হন।
ডা. শামীম আহমেদ জানান, বুধবার সন্ধ্যায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে হোসেনপুর পৌরসভার মেয়র কাইয়ুম খোকন জানান, বুধবার রাতে খবরটি শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।g