ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব: নলছিটিতে ৩০ ঘন্টা বিদ্যুৎ, ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝালকাঠির নলছিটিতে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গত ৩০ ঘন্টা ধরে বিদ্যুত ও ইন্টারনেট সংযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।এতে ব্যহত হচ্ছে টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট সংযোগ। শুক্রবার ভোর রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এ উপজেলায়। সেই সঙ্গে ইন্টারনেট সংযোগও ব্যাহত হয়।
এতে চরম বিপাকে পড়েছে এ উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ লাখ সাধারণ মানুষ।ঘূর্ণিঝড় মিধিলা অতিক্রম করলেও শনিবার বিকেলে পর্যন্ত বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থা সচল হয়নি।
বন্ধ রয়েছে কল কারখানা ওঅধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান।
স্থানীয়রা জানিয়েছেন, মোমবাতি জ্বালিয়ে কোন রকম জীবনের যাপন করছে।
খবর নিয়ে জানা গেছে,এ উপজেলার বেসরকারি মোবাইল কোম্পানির টাওয়ার গুলোতে জেনারেটর ব্যবস্থা নেই বললেই চলে। তাই বিদ্যুৎ চলে গেলে ইন্টারনেট ও চলে যায়।
উপজেলা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মোঃ সোহেল রানা জানিয়েছেন, আজ শনিবার সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে।