গৌরনদীতে নবীনবরণ ও মা সমাবেশে ব্যতিক্রম অনুষ্ঠান

গৌরনদীতে নবীনবরণ ও মা সমাবেশে ব্যতিক্রম অনুষ্ঠান

বরিশালের গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের নবীনবরণ ও মা সমাবেশ এবং কন্যাদের দিয়ে মায়েদের পা ধোয়ানোসহ মাথদের প্রাথার্নার একটি ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মঙ্গলবার সকালে স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তলন শেষে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলেজ গভার্নিংবডির সভাপতি আবু সায়েদ নান্টু।

জৈষ্ঠ প্রভাষক মাসুদ রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াত ডিগ্রী কলেজের প্রভাষক মনিরুজ্জামান, সমাজ সেবক মো. আনিছুর রহমান, সহাকরী অধ্যাপক নির্মল চন্দ্র হালদার, জহর লাল পালসহ অন্যান্যরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।