বরিশাল মেট্রোর স্টাফ রিপোর্টার পংকজ কুন্ডু কন্যা সন্তানের পিতা হলেন

বরিশাল মেট্রোর স্টাফ রিপোর্টার পংকজ কুন্ডু কন্যা সন্তানের পিতা হলেন

প্রথম কন্যা সন্তানের পিতা হলেন বরিশাল মেট্রোর স্টাফ রিপোর্টার সাংবাদিক পংকজ কুন্ডু। আজ রাতে বরিশালের গৌরনদী উপজেলার হলি কেয়ার ক্লিনিকে পংকজ-স্নেহা দম্পতির ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও নবাগত সন্তান দুথজনেই সুস্থ আছেন।

২০২০ সালের ৩১ ডিসেম্বর স্নেহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পংকজ কুন্ডু।

বাবা হওয়ার অনুভূতি জানিয়ে পংকজ বলেন, ‘বাবা হওয়ার আনন্দ কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। শুধু বলব, ভীষণ আনন্দ অনুভব করছি। কন্যা সন্তানের নাম এখনো ঠিক করা হয়নি। বেশ কয়েকটি নাম প্রাথমিকভাবে ঠিক করে রেখেছি। এর মধ্য থেকে একটি নাম চূড়ান্ত করা হবে।

পংকজ কুন্ডু বর্তমানে বরিশাল মেট্রো-এ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।