গমখেতে পাওয়া গেল তরুণীর মরদেহ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে নিখোঁজের একদিন পর এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) রাতে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছন। এর আগে একই দিন দুপুরে ওই ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পাড়ে ফলুয়ারচর এলাকার একটি গমখেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবুল হাশেমের মেয়ে রেখা খাতুন (২২)।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১২টার দিকে মার মোবাইল ফোন নিয়ে নিখোঁজ হন রেখা। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার দুপুরে জানতে পান ব্রহ্মপুত্রের চরে গমখেতে গলায় ওড়না পেঁচানো এক তরুণীর মরদেহ পড়ে আছে। এ সময় সংবাদ পেয়ে নিহতের ছোট ভাই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে তার বোনকে শনাক্ত করেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনে পুলিশ।
নিহত রেখা খাতুনের পরিবারের দাবি, রেখাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, সোমবার দুপুরে খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেখাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত করলে প্রকৃত কারণ জানা যাবে।