ইরানে শাহ চেরাগ মাজারে হামলা, নিহত ১
বরিশালমেট্রো ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে মুসলিমদের একটি মাজারে বন্দুকধারী হামলা করেছে। এতে এক ব্যক্তির নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪ জন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এক বছরেরও কম সময়ের মধ্যে এই ধর্মীয় স্থাপনায় দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রাদেশিক কমান্ডার ইয়াদুল্লাহ বুয়ালি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, গতকাল সন্ধ্যায় শাহ চেরাগ মাজারের দক্ষিণ গেট দিয়ে একজন বন্দুকধারী ভেতরে প্রবেশ করে এবং নির্বিচারে গুলি চালায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অন্তত চারজনকে গুলি করেছিলেন। এ ছাড়া একজন মারা গেছেন। এ সময় তাঁর কাছ থেকে ২৪০টি গুলিসহ আটটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত মানুষজন মাজার ছেড়ে পালাচ্ছেন। মাজারের আশপাশে অনেকেই দোকান বন্ধ করছেন।
এর আগে গত বছরের ২৬ অক্টোবর শিয়া ধর্মাবলম্বীদের এই গুরুত্বপূর্ণ মাজারে হামলা হয়েছিল। সেই হামলায় ১৩ জন নিহত ও ৪০ জন আহত হয়েছিলেন। তখন ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছিল। ইসলামিস স্টেট গোষ্ঠীর সন্ত্রাসীরা ২০১৭ সালে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কবরেও হামলা চালিয়েছিল।