ছবিতে কি দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনার মানসিকতা কেমন

ছবিতে কি দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনার মানসিকতা কেমন

আধুনিকতার ছোঁয়ায় প্রায় সব মানুষই এখন সোশ্যাল মিডিয়ায় যুক্ত। কাজের ফাঁকে বা অবসরে কিছুটা হলেও সময় ব্যয় করেন এই প্লাটফর্মে। আর সোশ্যালে স্ক্রলিংয়ের সময় মাঝে মাঝেই কিছু ছবি বা ভিডিওতে চোখ আটকে যায়। যেখানে দেখা যায় অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবি।

প্রথম দেখাতে দৃষ্টিভ্রম ছবির অর্থ খুব কম মানুষই খুঁজে বের করতে পারেন। এ কারণে এসব ছবি কিছুক্ষণ মস্তিষ্ক নিয়ে খেলা করে। তবে কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করলে ছবির অর্থ বের করা যায়। এতে অবশ্য মেধার বিকাশ ঘটে। শুধু কি মেধার বিকাশই ঘটে, নাকি আরও কিছু জানা যায়।

দৃষ্টিভ্রম ছবি ধাঁধার মতো হলেও এসব সমাধানে নিজের ব্যক্তিত্ব, মানসিকতা, প্রকৃত চরিত্র এবং বৈশিষ্ট্যের বিকাশ হয়। এসব দৃষ্টিভ্রম ছবি এমনভাবে তৈরি হয়, যা ব্যক্তিভেদে পৃথক পৃথক অর্থ দাঁড়ায়। একেক জন একেকটি বিষয় খুঁজে পান ছবিতে।

সম্প্রতি সোশ্যালে একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে ছবিতে আপনি প্রথম দেখায় কি দেখতে পাচ্ছেন, সেই উত্তরই আপনার মানসিকতা ও চরিত্র সম্পর্কে বলে দেবে, জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। সোশ্যালে ছড়িয়ে পড়া এই ছবিতে কেউ গাছ দেখতে পাচ্ছেন, আবার কেউ দেখছেন নারীর মুখ। কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন?

নারীর মুখ : আপনি যদি প্রথম দেখাতে নারীর মুখের ছায়া দেখতে পান তাহলে আপনি হচ্ছেন অনেক গোছানো প্রকৃতির একজন মানুষ। আপনার কাছে অর্থের থেকে সময় গুরুত্বপূর্ণ বেশি। এ জন্য যারা অন্য কিছুর থেকে সময়কে প্রাধান্য দেন তারা আপনার কাছে প্রশংসার যোগ্য হয়ে উঠেন। মূলত হারিয়ে যাওয়া সময় কখনো আর ফিরে পাওয়া যায় না। আপনার কাছেও এই তত্ত্ব গ্রহণযোগ্য। এ জন্য সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করা কাম্য আপনার।

গাছ : যদি প্রথম দেখাতেই গাছ দেখতে পান তাহলে আপনার কাছে শক্তিই গুরুত্বপূর্ণ। অফুরন্ত শক্তিই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে বলে বিশ্বাস আপনার। এ বৈশিষ্ট্যের মানুষরা যেকোনো পরিস্থিতিতেই উত্তেজনা অনুভব করেন এবং তারা একঘেয়েমি কাজেও আনন্দ পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। তাদের কাছে পৃথিবীর কোনো কিছুই নেতিবাচক প্রভাব ফেলতে পারে না।