‘আমার জন্য তোমাদের অনেক সম্মান গেছে’ লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

‘আমার জন্য তোমাদের অনেক সম্মান গেছে’ লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় নওসিন জাহান নামে এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এইচএসসির ফল প্রকাশের পর নিজবাড়িতে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন।

নওসিন দিনাজপুরের পার্বতীপুর উজেলার জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে শহরের বালুবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

নওসিন আত্মহত্যার আগে একটি চিঠি লিখে গেছে। চিঠিতে লেখা আছে, ‘আমি জানি না কীভাবে এত খারাপ ফলাফল হলো আমার। আমি পারব না এত খারাপ রেজাল্ট নিয়ে তোমাদের সামনে দাঁড়াতে। আমাকে তোমরা ক্ষমা করে দিও।

আব্বু ও আম্মু আমার জন্য তোমাদের অনেক সম্মান গেছে। আমাকে ক্ষমা করে দিও সকলে। আমি তোমাদের আশা ভরসা স্বপ্ন কোনোকিছুর যোগ্য হতে পারলাম না।

’ নওসিনের বাবা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, তার মেয়ে দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় এবং জিপিএ-৪ পেয়ে পাস করে। তবে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তিনি আত্মহত্যা করেন।