ঈদের দিনে ৪ জেলায় পাঁচজন খুন
                                পবিত্র ঈদুল ফিতরের দিন ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীসহ দেশের চার জেলায় পাঁচজন খুন হয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন পৃথক পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। অন্যদিকে নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছে। সন্ধ্যায় দুর্গম চরাঞ্চল নিলক্ষায় এই ঘটনা ঘটে।
এ ছাড়া কিশোরগঞ্জের হোসেনপুরে দুই পক্ষের সংঘর্ষে এক মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। পাশাপাশি কিশোরগঞ্জের ইটনার গোয়ারা এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।
অন্যদিকে বগুড়ার নন্দীগ্রামে কবরের মাটি সরানো নিয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবককে খুন করা হয়েছে।
এদিকে ঈদুল ফিতরের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নেত্রকোনায় তিনজন ও বগুড়ায় তিনজন মারা গেছেন। এ ছাড়া দিনাজপুর, বরিশাল, যশোর, মাদারীপুর, গাজীপুর, ফরিদপুর, মেহেরপুর ও কুড়িগ্রামে একজন করে আরও ৮ জন নিহত হয়েছেন।
                        

                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
