৩০০ কোটির ঘর ছাড়াল শাহরুখের ‘জওয়ান’
‘পাঠান’র পর এবার বিশ্বজুড়ে ঝড় তুলেছে শাহরুখের ‘জওয়ান’। শুক্রবার (৮ সেপ্টেম্বর) মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরই রীতিমতো বক্সঅফিস কাঁপাচ্ছে শাহরুখ অভিনীত এই সিনেমা। বক্স অফিসে প্রথম দিনেই ৩০০ কোটির ঘর ছাড়িয়েছে ‘জওয়আন’।
‘পাঠান’র সাফল্যের ৯ মাসের মাথায় ফের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দা মাতাচ্ছেন শাহরুখ। শুধু তাই নয়, ভেঙে দিয়েছেন আগের সব নজির। প্রথম দিনেই ভারতে সিনেমাটি আয় করেছে ৭৫ কোটি টাকা। যা হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম। তবে দ্বিতীয় দিন সিনেমার আয় খানিকটা কমেছে। দ্বিতীয় দিনে ভারতীয় বক্স অফিসে সমস্ত ভাষা মিলিয়ে ৫৩ কোটি টাকা আয় করেছে ‘জওয়ান’।
তৃতীয় দিনেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছে অ্যাটলি নির্মিত সিনেমা ‘জওয়ান’। তিন দিনের মাথায় শুধু মাত্র ভারতেই ‘জওয়ান’র ঝুলিতে এসেছে মোট ২০২ কোটি টাকা, যা ‘পাঠান’র থেকে প্রায় ৪০ কোটি টাকা বেশি।
চলতি বছরে বক্স অফিসে অনন্য নজির গড়েছিল ‘পাঠান’। নিজের গড়া সেই নজির এ বার নিজেই ভাঙছেন শাহরুখ। ‘পাঠান’র মতো বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে ‘জওয়ান’-ও।
ভারতের পাশাপাশি বিদেশেও বক্সঅফিস মাতাচ্ছে ‘জওয়ান’। তৃতীয় দিনে ‘পাঠান’ আয় করেছিল প্রায় ৩১৩ কোটি টাকা। ‘পাঠান’র সেই নজিরও ভেঙে ফেলেছে ‘জওয়ান’। তিন দিনে ‘জওয়ান’র মোট উপার্জন প্রায় ৩৫০ কোটি টাকা।
পরিসংখ্যান থেকে বোঝাই যাচ্ছে, নিজের রেকর্ড নিজেই ভেঙে ফের নতুন নজির গড়তে চলেছেন শাহরুখ। বিরতি থেকে ফিরে তিনি আবারও প্রমাণ করলেন দমে যাওয়ার পাত্র তিনি নন। যত দিন বাঁচবেন এভাবেই দর্শক মাতাবেন এই তারকা।
‘জওয়ান’ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অ্যাটলি। এতে সিনেমায় শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে!
সূত্র : আনন্দবাজার