সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন বিটিএসের গায়ক সুগা

দুনিয়া কাঁপানো কোরিয়ান ব্যান্ড বিটিএসের কার্যক্রম আপাতত বিরতিতে। ব্যান্ডটির সদস্যরা সেনাবাহিনীতে যোগ দেবেন বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য সুগা এবার বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন।
বিবৃতি মতে, সুগা শিগগিরই সামরিক বাহিনীতে যোগ দেবেন এবং সে প্রক্রিয়া শুরু করেছেন। সুগার সামরিক সেবা শেষ করা এবং নিরাপদে ফিরে আসা পর্যন্ত তার প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে।
সুগা একজন র্যাপার, প্রযোজক ও গীতিকার। ২০১৫ সালে কাঁধে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। ২০২০ সালের নভেম্বর মাসে একপ্রকার বাধ্য হয়েই সার্জারি করতে হয় কোটি তরুণীর ক্রাশ সুগাকে। এ কারণে তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি অনিশ্চিত বলে ধারণা করা হচ্ছিল।
এদিকে, সুগা হবেন তৃতীয় বিটিএস সদস্য যিনি সামরিক সেবায় যোগ দেবেন। এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে জিন এবং এ বছরের এপ্রিলে জে-হোপ সেনাবাহিনীতে যোগ দেন। দেশটির নিয়ম অনুযায়ী এটি বাধ্যতামূলক। এ কারণে আপাতত ব্যান্ডটির কার্যক্রম বন্ধ আছে।