করণ জোহরকে সম্মাননা দিতে যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট
বিশ্ব বিনোদনে করণ জোহরের অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে সম্মানিত করতে চলেছে ব্রিটিশ পার্লামেন্ট। আগামী ২০ জুন, ওয়েস্টমিনস্টার প্রাসাদে হতে চলেছে এই অনুষ্ঠান।
বলিউডের বিনোদন জগতে করণের অবদান নিয়েকোনো সন্দেহের অবকাশ নেই। চলতি বছরেই বলিউডে ২৫তম বর্ষপূর্তি হতে চলেছে তার। জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ বছরেই করন জোহরের মুকুটে জুড়ল নতুন পালক।
লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সব সদস্যদের উপস্থিতিতে পার্লামেন্টে আয়োজিত হবে এই অনুষ্ঠান। সেখানে ‘হাউস অব কমনস’ ও ‘হাউস অব লর্ডস’-এর উপস্থিতিতে সম্মানিত হতে চলেছেন বলিউডের এই খ্যাতনামা প্রযোজক-পরিচালক।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে বলিউডে নিজের কর্মজীবন শুরু করেছিলেন । তারপর ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাভি আলবিদা না কেহনা’-র মতো জনপ্রিয় ছবি পরিচালনা করে বলিউডে নিজস্ব ঘরানা তৈরি করেছেন করন। পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন তিনি। প্রযোজনা করেছেন ‘দোস্তানা’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো ছবিও।
চলতি বছরে বিনোদন জগতে ২৫ বছর পূর্ণ করতে চলেছেন করন। সে উপলক্ষেই দীর্ঘ সাত বছর পরে পরিচালনায় ফিরেছেন তিনি। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে তার পরিচালিত ছবি ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী।