সুইসাইড নোট লিখে ১০ তলা থেকে লাফ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

সুইসাইড নোট লিখে ১০ তলা থেকে লাফ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

সুইসাইড নোট লিখে রাজধানীতে ১০ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে ফারজানা (১৫) নামে এক স্কুলছাত্রী। সে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের ছাত্রী।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে মৌচাকের নিজ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে ওই তরুণী।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

শাহজাহানপুর থানার এসআই তমা বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, মৌচাকের বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের ওই ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নিহত স্কুলছাত্রী ওই ভবনের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকত। দুপুর দেড়টার দিকে হঠাৎ করে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন।

এসআই তমা বিশ্বাস আরও জানান, সুইসাইড নোটে পরীক্ষায় অকৃতকার্য করার অভিযোগ তুলেছে নিহত স্কুলছাত্রী। সে এজন্য স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করেছে। তাদের পরিবারের সঙ্গে এখনও বিস্তারিত কথা বলা যায়নি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, দুপুরের দিকে এক মেয়ের লাশ আনা হয়েছে। মেয়েটি ১০ তলা ভবন থেকে পড়ে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি।