লিওনের স্পিন ভেল্কিতে ১৬৩ রানে গুটিয়ে যায় ভারত

লিওনের স্পিন ভেল্কিতে ১৬৩ রানে গুটিয়ে যায় ভারত

ডান-হাতি স্পিনার নাথান লিওনের স্পিন যাদুতে ভারতের বিপক্ষে ইন্দোর টেস্ট জয়ের পথে সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় টেস্ট জিততে ৭৬ রানের টার্গেট পেয়েছে অস্ট্রেলিয়া। লিওনের স্পিনে কুপোকাত হয়ে দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে গুটিয়ে যায় ভারত। ৬৪ রানে ৮ উইকেট নেন লিওন। প্রথম ইনিংসে ভারত ১০৯ ও অস্ট্রেলিয়া ১৯৭ রান করে।

টেস্টের প্রথম দিনই প্রথম ইনিংসে ভারতকে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। জবাবে দিন শেষে ৪ উইকেটে ১৫৬ রান করেছিলো অজিরা। ৬ উইকেট হাতে নিয়ে ৪৭ রানে লিড পায় অস্ট্রেলিয়া। পিটার হ্যান্ডসকম্ব ৭ ও ক্যামেরন গ্রিন ৬ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন দলের স্কোর বড় করছিলেন হ্যান্ডসকম্ব ও গ্রিন। দু’জনের জুটিতে ১৮৬ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এরপরই ভারতের বোলারদের তোপে ধসে পড়ে অজিদের ইনিংস। ১১ রানে শেষ ৬ উইকেট হারায় তারা। ১৯৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া । প্রতিপক্ষের শেষ ৬ উইকেট ভাগাভাগি করে নেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও পেসার উমেশ যাদব। দু’জনই ৩টি করে উইকেট নেন। আগের দিন স্পিনার রবীন্দ্র জাদেজা ৪ উইকেট নিয়েছিলেন।

বৃহস্পতিবার (২ মার্চ) অস্ট্রেলিয়ার হ্যান্ডসকম্ব ১৯, গ্রিন ২১ ও লিওন ৩ রান করেন। সর্বোচ্চ ৬০ রান করে আউট হন ওপেনার উসমান খাজা। ৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে লিওনের তোপের মুখে পড়ে ভারত। দলীয় ৩২ রানে ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা (১২) ও শুভমান গিলকে (৫) বিদায় করেন লিওন। পরের দিকে এক প্রান্ত আগলে লড়াই করেন চেতেশ্বর পূজারা। তাকে সঙ্গ দিতে পারেননি দলের অন্যান্য ব্যাটাররা। বড় ইনিংস খেলতে পারেননি স্বীকৃত ব্যাটাররা। হাফ-সেঞ্চুরি তুলে লিওনের শিকার হয়ে ৫৯ রানে ফিরেন পূজারা।

পূজারাসহ ভারতের শেষ ৫ উইকেটই নেন লিওন। এতে ১৬৩ রানে শেষ হয় ভারতের ইনিংস। ৭৫ রানের লিড পায় ভারত। ইনিংসে ৬৪ রানে ৮ উইকেট নেন লিওন। ১১৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২৩তম বারের মত পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন তিনি। এরমধ্যে ভারতের বিপক্ষে ২৫ ম্যাচে নবমবারের মত পাঁচ উইকেট নিলেন এ স্পিনার। ভারতের ইনিংস শেষে দ্বিতীয় দিনের খেলার ইতি টানেন অন-ফিল্ড আম্পায়ররা। প্রথম দুই টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত।