লাল রং থাকছে না অস্কারের কার্পেটে

প্রায় ছয় দশক ধরে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের কার্পেটে ব্যবহৃত হয়ে আসছে লাল রং। দীর্ঘ এই সময়ে অনেক কিছু বদলে গেলেও, পরিবর্তন হয়নি লাল গালিচার। তবে চলতি বছর অস্কারের কার্পেটে থাকছে না লাল রং।
এবার রেড কার্পেটের পরিবর্তে থাকছে শ্যাম্পেন রঙের কার্পেট। ১৯৬১ সালের পর প্রথমবারের মতো পরিবর্তিত হলো অস্কারে কার্পেটের রং।
সোমবার (১৩ মার্চ) সকালে হলিউডের ডলবি থিয়েটারে বসবে ৯৫তম অস্কারের আসর। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
চলতি বছর অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিখ্যাত টকশো ব্যক্তিত্ব জিমি কিমেল। তিনি বলেন, রেড কার্পেটের পরিবর্তে এবার স্থান পাচ্ছে শ্যাম্পেন রঙের একটি কার্পেট।
জানা গেছে, রং পরিবর্তনের সিদ্ধান্তটি দিয়েছেন ভোগ ম্যাগাজিনের সঙ্গে যুক্ত সৃজনশীল পরামর্শক লিসা লাভ ও নিউইয়র্কের মেট গালার সৃজনশীল নির্মাতা রাউল অ্যাভিলা।
এ প্রসঙ্গে লাভ বলেন, পরিবর্তন নিয়ে তেমন কোনো বিতর্ক ছিল না। তারা শুধু ঐতিহ্য থেকে সরে আসার স্বাধীনতাটাকে প্রাধান্য দিয়েছেন। এবার উজ্জ্বল কিছু একটা বেছে নিতে চেয়েছিলেন তারা। সেই ধারাবাহিকতায় সূর্যাস্তের আগের জাফরান রংটি পছন্দ হয়েছে তাদের।
তিনি আরও বলেন, এবার রঙের পরিবর্তনের অর্থ এই নয় যে, এটি সবসময় শ্যাম্পেন রংই থাকবে। সেই সঙ্গে নতুন রংটি পছন্দ করবেন বলেও আশাব্যক্ত করেছেন তিনি। খবর : এপি