রিয়ালের জয়রথ থামাতে পারবে অ্যাতলেটিকো

রিয়ালের জয়রথ থামাতে পারবে অ্যাতলেটিকো

আরও এক মাদ্রিদ ডার্বির অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল ও অ্যাতলেটিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

লা লিগায় প্রতি মৌসুমে আধিপত্য থাকে দুই দলের। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এবারের মৌসুমে দুদলের গতিপথ ভিন্ন। চ্যাম্পিয়ন্স লিগে ছুটছে রিয়াল। আর লা লিগায় শীর্ষস্থানে গেড়ে বসেছে বার্সা। তবে হাল ছাড়ার পাত্র নয় মাদ্রিদিস্তারা। ৫২ পয়েন্ট নিয়ে টেবিল টপারদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে থাকলেও লক্ষ্যে অবিচল কার্লো আনচেলত্তি বাহিনী।

ফেব্রুয়ারির শুরুতে মায়োর্কার কাছে হেরে হোঁচট খেলেও, এরপর থেকে ছুটছে তাদের জয়ের ট্রেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫ জয়। এই ৫ ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে ২০ গোল। ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের সুখস্মৃতি সঙ্গী হয়েছে। তার চেয়েও বড় আত্মবিশ্বাস এনে দিয়েছে- চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে অ্যানফিল্ডে গিয়ে ২-০ গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে ৫-২ গোলে হারানোর ঘটনা। ঘরোয়া লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষেও জয়ের ধারায় থাকতে চান বেনজেমা-মদ্রিচ-ভিনিসিয়ুসরা।

তবে নগর প্রতিদ্বন্দ্বীরা যে লড়াকু। রিয়াল-বার্সার ময়দানে চ্যালেঞ্জ জানানোর মতো আছে কেবল অ্যাতলেটিকো মাদ্রিদই। এবার যদিও শিরোপার দৌড়ে একেবারেই সুবিধা করতে পারেনি তারা। ৪১ পয়েন্ট নিয়ে আছে চারে। জয়ের ধারায় থাকতে পারছে না রোজি ব্ল্যাঙ্কোরা।

রিয়ালের বিপক্ষেও পরিসংখ্যান পক্ষে নেই। লা লিগায় সবশেষ ১৩ দেখায় সিটি রাইভালদের মাত্র একবার হারাতে পেরেছে সিমিওনে শিষ্যরা। ডি পল ও থমাস লেমারের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা মিস করবেন ম্যাচটি। আতোয়াঁ গ্রিজম্যানের কাঁধে থাকবে গুরুদায়িত্ব।

বেশ কিছু ইনজুরি সমস্যা আছে রিয়ালেও। আলাবা ও রদ্রিগো থাকছেন না। তবে ফিরতে পারেন ফরাসি তারকা চুয়ামেনি। মিডফিল্ডে তার সঙ্গী হতে পারেন ক্রুস ও কামাভিঙ্গা। বিশ্রামে রাখা হতে পারে মদ্রিচকে।