নিসের কাছে হারলো পিএসজি
                                লিগ ওয়ানে নিসের বিপক্ষে ৩-২ গোলের হারের স্বাদ পেয়েছে পিএসজি। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে এমবাপ্পের দল।
ম্যাচের ২১ মিনিটেই পিএসজির জালে প্রথম আঘাত হানে নিস। মোফির গোলে এগিয়ে যায় দলটি। তবে এই গোল উৎসব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নিস। ২৯ মিনিটে এমবাপ্পের গোলে সমতায় ফেরে পিএসজি। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধে অবশ্য শুরু থেকেই আক্রমনাত্মক খেলা শুরু করে নিস। ফলও পেয়ে যায় ৫৩ মিনিটে। গায়েতানের গোলে এগিয়ে যায় নিস। এরপর ম্যাচের ৬৮ মিনিটে আবারও জালের দেখা পায় মোফি। ৩-১ গোলের লিডে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় নিসের হাতেই। এরপর ৮৭ মিনিটে এমবাপ্পে একটি গোল পরিশোধ করলেও হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
                        

                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
