রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনে নিহত ৫
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার মিসাইল হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৫ জনের। আহত হয়েছে অন্তত ৩১ জন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর কিলিমেনকো এ তথ্য জানিয়েছেন। খবর আলো জাজিরার।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলায় চারজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া দ্বিতীয় দফা হামলায় দোনেৎস্কের জরুরি সেবাদাতা সংস্থার এক কর্মী নিহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন ১৯ জন পুলিশ কর্মকর্তা ও জরুরি বিভাগের ৫ উদ্ধারকর্মী।
পোক্রোভস্ক শহরের আবাসিক এলাকায় চালানো হয় এ হামলা। রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক থেকে ৪৩ মাইল উত্তর-পশ্চিমে শহরটির অবস্থান। কিয়েভের দাবি, একাধিক ভবন লক্ষ্য করে ছোঁড়া হয় মিসাইল। হামলার শিকার একটি ৫ তলা ভবনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনীয় প্রশাসন। যার উপরের তলাটি পুরোপুরি বিধ্বস্ত। দু’টি আবাসিক ভবন, একটি হোটেল ভবন, সুপার শপ ও প্রশাসনিক কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ।