রাতের এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখতে নগরবাসীর সমাগম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর প্রথম রাতেই দর্শনার্থীর চাপ ছিল চোখে পড়ার মতো। রাতের কৃত্রিম আলোয় এই উড়াল মহাসড়কের সৌন্দর্য উপভোগ করতে আসেন তারা। এছাড়া, দিনের মতোই মধ্যরাত অবধি ছিল যানবাহনের চাপ।
দর্শনার্থীরা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরজীবনের বড় উপহার। জনগণকে যানজট থেকে মুক্ত করতে তা খুব কাজে আসবে বলে প্রত্যাশা তাদের।
এক দর্শনার্থী বললেন, বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। দেখতে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে, সিঙ্গাপুর-মালয়েশিয়া চলে এসেছি।
রাত বাড়ার সাথে সাথে কৃত্রিম আলোয় এই উড়াল মহাসড়কের সৌন্দর্যও বাড়তে থাকে। আর এই সৌন্দর্য উপভোগ করতেই এসব দর্শনার্থীদের ভিড়। জানালেন, এই অর্জন নগর জীবনের মাইলফলক, যা বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।
দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দর থেকে বানানী, মহাখালী, ফার্মগেট পৌঁছাতে পারায় উচ্ছ্বসিত নগরবাসী। বলেন, ১০ মিনিটে কাওলা থেকে ফার্মগেট পৌঁছানো রীতিমতো স্বপ্নের মতো।
প্রসঙ্গত, রাজধানীর যানজট কমাতে গত শনিবার (২ সেপ্টেম্বর) খুলে দেয়া হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে, যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা গতকাল রোববার।