মৃত্যুপুরী লিবিয়ার পূর্বাঞ্চল: প্রায় সাড়ে ৫ হাজার মরদেহ উদ্ধার
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হলো লিবিয়ায় পূর্বাঞ্চল। এখন পর্যন্ত সাড়ে ৫ হাজারের কাছাকাছি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের দাবি, আরও ১০ হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছেন। শুধু দের্না শহরেই মিলেছে দুই হাজার ৩০০ জনের মরদেহ।
আশঙ্কা করা হচ্ছে, মৃতের তালিকা সময়ের সাথে দীর্ঘ হবে। কারণ, প্রাকৃতিক বিপর্যয়ের ৩৬ ঘণ্টা পর উদ্ধার তৎপরতা শুরু হয়।
দের্না শহরের মেয়র আকরাম আব্দুল আজিজ জানান, দের্নার ২০ শতাংশ এলাকা পুরোপুরি ধ্বংস হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে পার্বত্য এলাকায় স্থাপিত শহর রক্ষাকারী দুটি বাঁধ। প্রবল পানির তোড়ে ভেসে যায় কয়েক মাইল ধরে থাকা বহুতল ঘরবাড়ি-স্থাপনা। চলতি পথে ভাসিয়ে নেয় হাজার-হাজার মানুষকে। ধ্বংসাবশেষ নিয়ে ফেলে শহরের শেষ প্রান্তে অবস্থিত ভূমধ্যসাগরে।
এই দুর্যোগে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ত্রিপোলি ও বেনগাজিভিত্তিক উভয় সরকার। এরইমধ্যে, যুক্তরাষ্ট্র-জার্মানি-তুরস্ক-কাতারসহ কয়েকটি দেশ সহায়তায় এগিয়ে গেছে।