মাথায় ২৫০ কোটি রুপি ঋণের বোঝা , মারা গেলেন বলিউড সেরা আর্ট ডিরেক্টর নিতিন
মাত্র ৫৭ বছর বয়সে চলে গেলেন বলিউডের জনপ্রিয় আর্ট ডিরেক্টর নিতিন দেশাই। আজ (২ অগাস্ট) ভারতের মুম্বাইয়ের একটি নিকটবর্তী এলাকায় তার তৈরি স্টুডিওর মধ্যেই মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ ইতোমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সেটা। ধারণা করা হচ্ছে, ঋণে জর্জরিত নিতিন আত্মহত্যা করেছেন।
নিতিনকে বলা হয়, বলিউডের অন্যতম সেরা শিল্প নির্দেশকদের একজন। তার তাক লাগানো কাজের মধ্যে আছে— লাগান, হাম দিল দে চুকে সনম, যোধা আকবর, দেবদাস, প্রেম রতন ধন পায়ো'র মতো দুর্দান্ত সব সেট।
জানা যায়, এনডি স্টুডিওর মালিক ছিলেন নিতিন। এটি তার অন্যরকম এক সাম্রাজ্য। ধারণা করা হয়, এর সম্পদের পরিমাণ হাজার কোটি রুপি। ২০০৫ সালে তিনি তার স্টুডিওটি চালু করেন। মুম্বাইয়ের করজাতের ৫২ একর জমির ওপর এটি বানান। এটি নির্মাণে তিনি ২৫২ কোটি রুপি ঋণের বোঝা মাথায় নিয়েছিলেন। নিতিন মূলত মারাঠি ও হিন্দি ছবিতে কাজ করতেন। এই দুই ইন্ডাস্ট্রির সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল।
পুলিশের এসপি সোমনাথ ঘারগে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন তারা মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছেন। তার কথায়, 'আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।'
প্রসঙ্গত নিতিন দেশাই ভারতীয় রাজনৈতিক দল বিজেপির নেতা বিনোদ তাওরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। স্বাভাবিকভাবেই নিকট বন্ধুর এভাবে চলে যাওয়ায় তিনি শোকস্তব্ধ। তিনি নিতিনের চলে যাওয়ার প্রসঙ্গে বলেন, 'আমি ওর সঙ্গে মাঝে মধ্যেই কথা বলতাম, ওকে বোঝাতাম। আমি ওকে অমিতাভ বচ্চনের উদাহরণ দিতাম। বলতাম কীভাবে উনি নিজের জীবনে ঘুরে দাঁড়িয়েছেন। ওকে এও বলেছি যে যদি তোমার স্টুডিও লোনে ডুবে থাকে তাহলে নতুন করে শুরু করো। ওর মাথায় ২৫২ কোটির ঋণের বোঝা ছিল। মৃত্যুর খবর শুনে ভীষণই খারাপ লাগছে। কিছুদিন আগেই কথা হল।'
নিতিন ২০০২ সাল থেকে প্রযোজনাও শুরু করেন। সেই বছর তিনি চন্দ্রকান্ত প্রোডাকশন চালু করেছিলেন।