‘ভোটের আগে আকসা বা জিসোমিয়া চুক্তি করার মতো বিলাসিতা নেই সরকারের’

‘ভোটের আগে আকসা বা জিসোমিয়া চুক্তি করার মতো বিলাসিতা নেই সরকারের’

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে আকসা বা জিসোমিয়া চুক্তি করার মতো বিলাসিতা সরকারের নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমাজের বিশিষ্টজনদের সাথে মতবিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, বহুল আলোচিত এই দুইটি চুক্তি সামরিক সরঞ্জাম এবং এ খাতে তথ্য বিনিময় সংক্রান্ত।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশ থেকে যারা টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা নিলে সরকার খুশি হবে।

দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্তাব্যক্তিদের সফর প্রসঙ্গে এ কে আব্দুল মোমেন বলেন, তাদের কাউকে আমন্ত্রণ জানাচ্ছে না বাংলাদেশ। সম্পর্কের কারণেই তারা আসছেন।

বিদেশি কূটনীতিকদের প্রশ্ন করার ব্যাপারে সাংবাদিকদের আরেকটু সচেতন হওয়ার তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।