‘ভোটের আগে আকসা বা জিসোমিয়া চুক্তি করার মতো বিলাসিতা নেই সরকারের’
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে আকসা বা জিসোমিয়া চুক্তি করার মতো বিলাসিতা সরকারের নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমাজের বিশিষ্টজনদের সাথে মতবিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, বহুল আলোচিত এই দুইটি চুক্তি সামরিক সরঞ্জাম এবং এ খাতে তথ্য বিনিময় সংক্রান্ত।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশ থেকে যারা টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা নিলে সরকার খুশি হবে।
দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্তাব্যক্তিদের সফর প্রসঙ্গে এ কে আব্দুল মোমেন বলেন, তাদের কাউকে আমন্ত্রণ জানাচ্ছে না বাংলাদেশ। সম্পর্কের কারণেই তারা আসছেন।
বিদেশি কূটনীতিকদের প্রশ্ন করার ব্যাপারে সাংবাদিকদের আরেকটু সচেতন হওয়ার তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।