ভিক্ষা করতে টুরিস্ট ভিসায় দুবাই; অতপর (ভিডিওসহ)

দুবাইয়ে টুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষা করার অপরাধে গ্রেফতার করা হয়েছে একটি পরিবারকে।

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী দেশ দুবাই। অর্থবিত্ত আর বিলাসী জীবনে ভরপুর। আর্থিকভাবে সচ্ছল দেশটিতে অনেকেই ঘুরতে যান ভ্রমণ ভিসায়। তবে ভ্রমণ ভিসায় গিয়ে অনেকেই ভিক্ষা করেন এমন অদ্ভুত ঘটনা ঘটেছে এবার দুবাইয়ে।

চলছে রমজান মাস, স্বচ্ছল দেশ হওয়ার কারনে দেশটির দানের পরিমাণও বেশি। বিভিন্ন সংস্থা আর্থিকভাবে কিছুটা অস্বচ্ছলদের পুরো রমজান জুড়ে সহায়তা করে থাকে দুবাই সরকার। আর এই সুযোগটাকে কাজে লাগাতে নিজেদের দুর্বলতা প্রকাশ করে সহায়তা খোঁজে অনেকেই।

রমজান মাস উপলক্ষে দেশটিতে বেড়েছে ভিক্ষুকের সংখ্যা। এরই প্রেক্ষিতে ভিক্ষুক গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ওই পরিবার ছাড়াও আরো কয়েক শো ভিক্ষুক এখন দেশটির কারাগারে আটক।

এরই মধ্যে দেশটিতে অনেকেই গিয়েছেন ভিজিট ভিসায়। তবে দুবাই সরকারের এই সুবিধা দেখার পর অনেকেই নানা সুবিধা নেয়ার চেষ্টা করেছে। তার মধ্যে ভিক্ষা করতেও পিছুপা হয়নি অনেক ভিজিটর। এমন কয়েকশো ভিজিটর ভিক্ষুককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।