ভাষা শহীদ ও ইসলামি চিন্তাবিদের নামে ডিএসসিসির দুই সড়ক

ভাষা শহীদ ও ইসলামি চিন্তাবিদের নামে ডিএসসিসির দুই সড়ক

ভাষা শহীদ শফিউর রহমান এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব ও ইসলামি চিন্তাবিদ অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনের নামে দুইটি সড়কের নামকরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮তম বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি ডিএসসিসি সূত্রে জানা গেছে।

ডিএসসিসির সিদ্ধান্তের কার্যবিবরণী থেকে জানা গেছ, দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবন পর্যন্ত সড়কের নামকরণ শহীদ শফিউর রহমান নামে করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মরহুম প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিন একজন দেশবরেণ্য আলেম ও ইসলামী চিন্তাবিদ ছিলেন।

তার স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে ডিআইটি এক্সটেনশন রোড এ বের হওয়ার নির্মাণাধীন রাস্তাটি ‘খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিন সড়ক’ নামে নামকরণের সিদ্ধান্ত হয়। এ নামে এই সড়কের নামকরণ করার জন্য আবেদনকারী বা প্রস্তাবক ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক।

সভা সূত্রে জানা গেছে, ভাষা শহীদ শফিউর রহমান কলকাতা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৪৮ সালে পিতার সঙ্গে ঢাকায় আসেন ও তৎকালীন ঢাকা হাইকোর্টে হিসাবরক্ষণ শাখায় যোগদান করেন। ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ঢাকার রঘুনাথ দাস লেনের বাসা থেকে সাইকেলে চড়ে অফিসের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ১০টার দিকে নওয়াবপুর রোডে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্বদিনের পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ পুনরায় গুলিবর্ষণ করে। পুলিশের গুলি শফিউর রহমানের পিঠে লাগে। এরপর তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২০০০ সালে শফিউর রহমানকে একুশে পদক (মরণোত্তর) প্রদান করা হয়। মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী ভাষা শহীদ শফিউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন একটি সড়কের নাম তার নামে করার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল গোলাম রাব্বানী অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতেই ডিএসসিসির একটি সড়কের নাম তার নামে করা হয়।