লাশের অপেক্ষায় সকাল থেকেই সিদ্দিকবাজারে স্বজনেরা

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনার পরদিন আজ বুধবার সকাল থেকেই কয়েক ব্যক্তি তাঁদের স্বজনের খোঁজে এসেছেন।
গতকাল রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিস উদ্ধার কাজে সাময়িক বিরতি টানে। আজ সকালে আবার উদ্ধারের কাজ শুরু করবেন তাঁরা। এর আগে সেখানে সেনবাহিনীর একটি দল এসে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানি হয়েছে।
এর মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। বিধ্বস্ত ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজের জন্য ভেতরে ঢুকতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ আবার শুরু হবে উদ্ধারের কাজ। গতকাল রাতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল, ভবনের কলাম ধসে পড়ায় ভেতরে ঢোকা সম্ভব হচ্ছে না। আবার কলাম সরিয়ে ঢোকার চেষ্টা করা হলে তাতে ভবনের বাকি অংশটুকু ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সেনাবাহিনীর সহায়তা নিয়ে এই ঝুঁকি কমিয়ে বুধবার ভেতরে ঢোকার চেষ্টা করা হবে।