বোমা হামলার হুমকি দেয়া হলো সিঙ্গাপুরের ১৮ স্থানে

বোমা হামলার হুমকি দেয়া হলো সিঙ্গাপুরের ১৮ স্থানে

সিঙ্গাপুরে ১৮টি স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকির পর বুধবার দেশটির পরিবেশ ভবন থেকে লোকদের সরিয়ে নেওয়া হয়। এই হুমকির মধ্যে রয়েছে সরকারি ভবন, দূতাবাস এবং অন্যান্য আকর্ষণীয় স্থান।

বুধবার দেশটির গণমাধ্যম স্ট্রেইট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়।

সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) বলেছে, হুমকির পাওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখনো উদ্বেগজনক কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি বলেই জানা যায়।

সকাল প্রায় ৯ টায় এই মামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে জানানো হয়। তবে এসপিএফ হুমকির বিস্তারিত বিবরণ এবং ১৮টি অবস্থান কোথায় রয়েছে সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি।

টেকসই এবং পরিবেশ মন্ত্রণালয় (এমএসই) পৃথকভাবে নিশ্চিত করেছে, হুমকির স্থানগুলোর তালিকায় পরিবেশ ভবনও রয়েছে।

 

পুলিশ আরও জানায়, সম্প্রতি দক্ষিণ কোরিয়াতে ই-মেইলে বোমা হামলার হুমকির অনুরূপ ঘটনা সম্পর্কে তারা সচেতন। আপাতদৃষ্টিতে এই হুমকি একই ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।