বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ডাকল বিএনপি

বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ডাকল বিএনপি

অষ্টম দফায় আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। এরপর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

সোমবার (২৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

সরকারের পদত্যাগ ও গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির ‘এক দফা’ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিএনপি।  এর ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশ ডাকে দলটি। ওই সমাবেশ পুলিশ পণ্ড করে দিলে বিএনপি ২৯ অক্টোবর হরতাল ডাকে। এরপর কয়েক দফায় তারা অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করেছে। সর্বশেষ সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় শেষ হচ্ছে।

রিজভীর ঘোষণা অনুসারে, মঙ্গলবার বিরতি দিয়ে ফের বুধবার ও বৃহস্পতিবার কর্মসূচি পালন করবে বিএনপি। সরকারের বিরুদ্ধে তাদের এসব অবরোধ-হরতাল পালন করে আসছে জামায়াতসহ যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও।